রাঙ্গামাটির আসামবস্তীতে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর অডিটরিয়াম ভবনে উদ্বোধন

রাঙ্গামাটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যল্যাণে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাতৃভাষা রক্ষায় মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করেছে—- বীর বাহাদুর

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উন্নয়নে বঙ্গবন্ধু শুরু করেছে, তার কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়ন করছে— দীপংকর তালুকদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যল্যাণে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাতৃভাষা রক্ষায় মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, অতীতে শিশুরা মাতৃভাষায় বলতে পাড়লেও লিখতে ও পড়তে পারতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় পাহাড়ের আজ মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেন পার্বত্য মন্ত্রী।

২৪ ফেব্রুয়ারী শুক্রবার রাঙ্গামাটির আসামবস্তীতে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর অডিটরিয়াম ভবনে উদ্বোধন কালে আলোচনা সভায় পার্বত্য মন্ত্রী এ কথা বলেন।

মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর সভাপতি রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। স্বাগত বক্তব্য রাখেন ময়না মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলার বাচিং মারমা।

বিশেষ অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রবহান শুরু করেছিল, তার কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়ন করছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে অতীতে অনেকেই চেষ্টা করেছে কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তি করে পাহাড়ের রক্তক্ষয়ী সংঘর্ষের সমাধান করেছে। কিন্তু এখনো পাহাড়ের কিছু আঞ্চলিক সংগঠন পাহাড়রকে অস্থির করে তুলেছে। আমাদেরকে এই সংগঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর অডিটরিয়াম ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।