রিজার্ভ বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গামাটি

শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এই তিনটি স্তম্ভের চর্চা করা গেলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে—- অংসুইপ্রু চৌধুরী

॥ ক্রীড়া প্রতিবেদক ॥

দেশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এই তিনটি স্তম্ভ সাম্প্রদায়িক সম্প্রীতির স্তম্ভ। এই তিনটি স্তম্ভ যদি সঠিক ভাবে এগিয়ে যায় তাহলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, আমাদের সকলকে ছেলে মেয়েকে লেখাপাড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে মনোনিবেশ করানো প্রযোজন বলে জানান চেয়ারম্যান।

১৯ জানুয়ারী বৃহস্পতিবার রাঙ্গামাটি স্পোটিং একাডেমী ও কনফিডেন্স এলিট আয়োজনে রিজার্ভ বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজার্ভ বাজার শেখ রাসেল মিনি স্টেডেয়ামে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি স্বেচ্ছাসেবক লীগের স১ভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, রাঙ্গামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙ্গামাটি ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াশিংটন চাকমা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাসুদ সহ অন্যান্য ক্রীড়া সংগঠক ও ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে টান টান উত্তেজনা পূর্ণ্য খেলায় খোকন স্মৃতি স্পোটিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।