বরকল উপজেলা ৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদের কম্বল বিতরণ

রাঙ্গামাটি

পাহাড়ের মানুষের কল্যানে আওয়ামীলীগ ছাড়া কোন সরকার এগিয়ে আসেনি—- দীপংকর তালুকদার এমপি

\  নিজস্ব প্রতিবেদক/

পাহাড়ের মানুষের কল্যানে আওয়ামীলীগ ছাড়া কোন সরকার এগিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে যে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে তা বাঁধাগ্রস্থ করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে সকলের এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

১৮ ডিসেম্বর রবিবার বরকল উপজেলা ৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রধান মন্ত্রীর উপহার বরকল উপজেলা ৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।