\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটিতে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার অনুষ্টিত হয়। ৩ ডিসেম্বর শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনব্যাপী সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহা পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ খায়রুল আমিন। এতে আরো উপস্থিত ছিলেন, ডিজিটাল নিরাপতা এজেন্সির যুগ্ন সচিব আব্দুল সাত্তার সরকার, সহকারী পরিচালক উত্তরা শতদ্রæ প্রাচী, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও সহকারী পরিচালক যুথিকা মজুমদারসহ আরো অনেকে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত সচিব। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন কি এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তাসহ ডিজিটাল ডিভাইজ নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, যারা হ্যাকার তারা রাষ্টের জন্য হুমকি। তাই ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সবাইকে সচেতন হওয়া দরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, ১০ উপজেলার ইউএনওসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।