রাঙ্গামাটির জুরাছড়ির জলবায়ু সহিষ্ণুতা প্রকল্পের জন্য ১৭০ টি দেশের মধ্যে পুরস্কার পেলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জলবায়ু সহিষ্ণুতা প্রকল্পের রাঙ্গামাটির দুর্গম ৮ টি উপজেলায় সোলার প্যানেলের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করায় ১৭০ টি দেশের মধ্যে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

মিসরের শার্ম আল-শেখ অবকাশ যাপন কেন্দ্রে গতকাল রাতে রাতে শোনা গেছে বাংলাদেশের জুরাছড়ির নারীদের গল্পা। পার্বত্য জেলা রাঙ্গামাটির জুরাছড়ির প্রত্যন্ত পাঁচ গ্রামের নারীদের অর্জনের কথা শুনেছ সারা বিশ্ব। শার্ম আল-শেখে চলছে বৈশ্বিক জলবায়ু সম্মেলন। সেই সম্মেলনে জলবায়ু অভিযোজনে অবদানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোাবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) ‘লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড’ পেয়েছেন জুরাছড়ির নারীদের এ উদ্যোগ। নারীদের উদ্যোগে পৃষ্ঠপোষকতা করে এ পুরস্কার পেয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

শনিবার বাংলাদেশের সময় রাত আটটায় জলবায়ু সম্মেলনে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষে এ পুরস্কার নেন রাঙ্গামাটি জেলা পরিষদের প্রতিনিধি অরুনেন্দু ত্রিপুরা। পুরস্কারের অর্থ ১৫ হাজার পাউন্ড।

গতকাল সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও প্রকল্পের কর্মকর্তারা। এ সময় রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ফজলুর রহমান রাজন, সাংবাদিক হিমেল চাকমা সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৭০টি দেশের মধ্যে থেকে ৪টি দেশের ৪ প্রকল্পকে এবার বেছে নিয়েছে জিসিএ। এর মধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করা বৃহত্তম সংস্থা জিসিএ। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের রটেরড্যামে। প্রতিষ্ঠানটির কো-চেয়ার জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। মোট চারটি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হয় । সেগুলো হলো অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, আর্থিক সুশাসন, সক্ষমতা এবং জ্ঞান ও স্থানীয় উদ্ভাবন। রাঙ্গামাটি জেলা পরিষদ ছাড়া বাকি তিন পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান হলো ভারতের পুনের বেসরকারি সংগঠন স্বয়াম শিক্ষণ প্রয়োগ, নেপালের বেসরকারি সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি ফোরাম, নেপাল (সিডিএএফএন) এবং কেনিয়ার সংগঠন অ্যাডাপটেশন কনসোর্শিয়াম।

উল্লেখ্য ২০২০ এসব গ্রামে জলবায়ু সহিষ্ণুতা প্রকল্পের কাজ নিয়ে এলাকাগুলোতে যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এ কাজে তাদের সহযোগিতা করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ডেনমার্ক উন্নয়ন করপোরেশন (ডানিডা)।