প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা দুর্গম পাহাড়ে সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে— দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক, রাজস্থলী ॥
খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি বলেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা দুর্গম পাহাড়ে সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। এক সময় সড়কের অভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পরিবারের একমাত্র উৎপাদিত ফসল কৃষি পণ্য মালামাল গুলো কাঁদে করে এলাকা থেকে বাজারে নিতে হতো। যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য বাজার জাত করতে আর সময় পার করতে হবে না।
আজ রবিবার সকাল ১১টায় রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গোল পাহাড় হইতে মারমা পাড়া হয়ে বান্দরবান শেষ সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন কালে তিনি এই কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,জেলা আওয়ামী লীগের সদস্য উথাইমিন মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গোল পাহাড় হতে মারমা পাড়ার বান্দরবান শেষ সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ
কাজের ভিত্তিপ্রস্থরের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের অধিনে এই রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,জেলা আওয়ামী লীগের সদস্য উথাইমিন মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, হেডম্যান মংবাথোয়াই মারমা, হেডম্যান,চথোয়াইনু মারমা, ইউপি চেয়ারম্যানে রবার্ট ত্রিপুরা, পুলক বড়–য়া,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা,অংছাইনু মারমা, সাংবাদিক হারাধন কর্মকার, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হওয়ায় দূর্গম পাহাড়ী এলাকায় যোগাযোগের উন্নয়নের পাশাপাশি এখানকার মানুষ অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে।