রাঙ্গামাটিতে মার্কস একটিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশীপ-২০২২’ সমাপনী ও পুরস্কার বিতরণী

রাঙ্গামাটি

||নিজস্ব প্রতিবেদক ||

হয়ে উঠো আগামীর গ্রান্ডমাস্টার এই প্রতিপাদ্যে মার্কস একটিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশীপ-২০২২’ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬শে সেপ্টেম্বর বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজনে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায়, আবুল খায়ের গ্রুপের পৃষ্টপোষকতায় অনুষ্টিত সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল’র মো. জাহেদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমূখ।

মার্কস একটিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় লেকার্স পাবলিক স্কুল এবং রানারআপ হয় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়।