॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে, জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য ২৩-০৯-২২খ্রি. তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণ বশত স্থগিত করে ।
উক্ত পরীক্ষার পরবর্তী সময়সূচি সর্ম্পকে পরবর্তীতে যথাযথ সময়ে সকলকে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখিত চিঠিতে প্রকাশ করা হয়।