ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্মই শান্তির কথা বলেছে— নিখিল কুমার চাকমা
॥ লংগদু প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্মই শান্তির কথা বলেছে। আমরা যেন ধর্মীয় অনুশাসন মেনে নৈতিক শিক্ষা অর্জন করে সেই মোতাবেক পাশাপাশি চলতে পারি। তৎকালীন বঙ্গবন্ধু পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্য রাঙামাটি সার্কিট হাউজে বসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের প্রস্তাব করেছিলেন। বর্তমান সরকার সকল জাতিগোষ্ঠীর ধর্মপালনে সকল সযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।
সোমবার(১৩ সেপ্টেম্বর), লংগদু উপজেলার বৈরাগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এমন মন্তব্য করেছেন।
সভায় আবুল কাশেম মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কেরল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম উদ্দিন সরকার, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন সহ বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এরপর প্রধান অতিথি বগাচতর শিবেরআগা স্কুল ভবন ভিত্তি প্রস্থর স্থাপন করেন।