রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য র‌্যাম উদ্বোধন করলে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের জন্য নির্মিত র‌্যাম উদ্ভোধন করেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে জেলা প্রতিবন্ধী স্কুল কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মকছুদ আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বিএম ইনস্টিটিউট প্রাপ্তন এর অধ্যক্ষ মাহামুদুর নবী প্রমুখ।

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ২০২১-২০২২ অর্থ বছরে ১০ লক্ষ টাকা ব্যায়ে রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের জন্য নির্মিত র‌্যামটি নির্মান করা হয়।