॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ৮ম ব্যবস্থাপনা কমিটি হিসাবে দ্বিতীয় বারের মতো দায়িত্বভার গ্রহণ করলেন সভাপতি হাজী মমতাজ মিয়া ও সাধারণ সম্পাদক রবীন বিশ্বাস। গতকাল রাতে রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিসে নব নির্বাচিত কমিটির ৮ সদস্যকে শপথ বাক্য পাঠ করান রাঙ্গামাটি পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলার ও সাবেক প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন।
এর আগে রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন ও দায়িত্বভার গ্রহণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করাতকল সমিতির দ্বিতীয় বারের মতো নির্বাচিত বর্তমান কমিটির সভাপতি হাজী মোঃ মমতাজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা সমবায় অধিদপ্তরের ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোঃ কেফায়েত আল্লাহ্ খান, রাঙ্গামাটি সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচাণা কমিটির সভাপতি আশীস কুমার চৌধুরী, জেলা সমাজ সেবা অফিসের পরিদর্শক লোকমান হোসেন, রাঙ্গামাটি আসবাবপত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও সমাজ সেবক মোঃ মহিউদ্দিন পেয়ারু, আসবাবপত্র সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল শুক্কুর সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দ্বিতীয় বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক রবিন বিশ্বাস।
শপথ নেয়ারা হলেন, সভাপতি হাজী মো: মমতাজ মিয়া, সাধারন সম্পাদক রবিন বিশ^াস, সহ-সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ বাপ্পু রায়হান সাব্বির, সদসআইয়ুব আলী, কাজী হাসান, মো: সাগর, মো: বাবুল ব্যাপারী।