॥ নিজস্ব প্রতিবেদক ॥
সন্ধানী লাইফ ইন্সুরেন্স রাঙ্গামাটি ব্র্যাঞ্চের পক্ষ থেকে গ্রাহকদের মাঝে মেয়াদ পুর্তির চেক প্রদান করা হয়েছে। আজ বনরূপাস্থ সন্ধানী লাইফ ইন্সুরেন্স এর কার্যালয়ে গ্রাহকদের হাতে চেক তুলে দেন সন্ধানী চট্টগ্রাম জেলার জিএম সৈকত বডুয়া।
সন্ধানী লাইফ ইন্সুরেন্স রাঙ্গামাটি ব্রাঞ্চের এজিএম উত্তম দেবনাথের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সেলিম, এ্যাডভোকেট মোঃ আব্দুল গফুর। এ সময় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তা কর্মচারীরা বক্তব্য রাখেন।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে শত শত ইন্সুরেন্স কোম্পানীর ভীড়ে ভালো ভালো কোম্পানী গুলোও আজ দুর্নাম ছড়াচ্ছে। এই অবস্থায় সন্ধানী লাইফ ইন্সরেন্স যে ভাবে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে সেই ধারা ধরে রাখতে হবে। তার জন্য যারা কর্মরত আছেন তারা সঠিক ভাবে কাজ করার আহবান জানানো হয়।
সন্ধানী রাঙ্গামাটি বনরূপা ব্রাঞ্চের পক্ষ থেকে মেয়াদ পুর্তির চেক পাওয়া গ্রাহকরা হলেন, রাঙ্গামাটি হাসপাতাল এলাকার আকলিমা আক্তার, বাঘাইছড়ি মারিশ্যা এলাকার জাহানারা বেগম, আসামবস্তী এলাকার মিরা দে, পাবলিক হেলথ এলাকার উম্মে হালিমা, ফিসারী এলাকার শিরিন বেগম।