॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পাবলিক হেলথ প্রধান সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ডিজিএফ আইয়ের ২জন সদস্য ঘটনাস্থলেই মারা গেছে। নিহতদের নাম মোঃ দাউদ হাসান(৩৫) ও মোঃ ইছা রুহুল (৩৩) বলে জানান পুলিশ। সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা বাসটি দ্রুত আসছিল। অপরদিকে ২জন মোটরসাইকেল আরোহী শহর থেকে বের হচ্ছিল এমতাবস্থায় পাহাড়িকা বাসের চাক্কার তলে পড়ে ঘটনাস্থলেই ২জনের মাথার মজক বের হয়ে যায়। সাথে সাথে লোকজন দৌড়ে এসে দেখে এক ব্যক্তি মারা গেছে অপর জন একটু নড়ছে। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হলে নেয়ার পথে মিনি মারা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে।
জানাযায়, খবর পেয়ে ঘটনাস্থলে সদর সার্কেলসহ পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে সুরতহাল প্রস্তুতি শেষ করেন। দুর্ঘটনার ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে ডিজিএফআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাঙ্গামাটিতে এই প্রথম গোয়েন্দা সংস্থার ২জন সদস্য মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কবির হোসেন জানান, একটি পাহাড়িকা বাস চট্টগ্রাম থেকে আসছিল। শহরের পাবলিক হেলথ এলাকায় মোটরসাইকেল ও বাসের সাথে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে ইছা রুহুল মারা যায় পরে সদর হাসপাতালে দাউদ ও মারা যায়। তারা ২জনই গোয়েন্দা সংস্থার লোক বলে জানাগেছে। এঘটনায় পাহাড়িকা বাসটি আটক করা হয়েছে। বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।