রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানালেন জেলা যুবলীগ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পৌর মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তথা কথিত কিছু অনলাইনের মাধ্যমে রাঙ্গামাটির যুব মহিলা লীগের নাম ভাঙ্গিয়ে এক নারীর মিথ্য তথ্য দিয়ে সাংবাদিকদের এই সংবাদ পরিবেশনে উৎসাহ যুগিয়েছেন বলে দাবী করেন রাঙ্গামাটি জেলা যুবলীগের পক্ষ থেকে। যুবলীগের পক্ষ থেকে জানানো হয় রাঙ্গামাটি জেলা যুবলীগের কোন কমিটিতে এই নারী যুক্ত নয় বলেও দাবী করেন।

রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের প্রেরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, সাবেক সফল ছাত্রনেতা রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি রাঙ্গামাটি পৌরসভার বারবার নির্বাচিত জনবান্ধব মেয়র আকবর হোসেন চৌধুরী’র বিরুদ্ধে বিভিন্ন নামসর্বস্ব মিডিয়ার মাধ্যমে মিথ্যা, ভিওিহীন, ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গামাটি জেলা শাখা এমন ঘৃন্য অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

একই সাথে আমরা বলেত চাই কোন অপপ্রচারের মধ্য দিয়ে জেলা যুবলীগের ঐক্য কোনভাবে নষ্ট করা যাবে না। সকল ধরনের অপশক্তিকে জেলা যুবলীগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে পরাজিত করবে।