॥ নিজস্ব প্রতিবেদক ॥
করোনা ভাইরাসের সংক্রামন রাঙ্গামাটিতে উর্দ্ধমুখী। গতকাল রাঙ্গামাটিতে নতুন করে ৪২ জন করোনা আক্রান্ত হয়েছে। আজ সনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ। দিন দিন করোনা আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সচেতন মানুষের মাঝে আতংকা বাড়ছে। তবে স্বাস্থ্য সচেতনতা না পাড়ায় সংক্রামনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, গতকাল রাঙ্গামাটিতে নতুন করে ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল ২৪ ঘন্টায় পিসিআর ল্যাব ও অ্যান্টিজেনে ১২৬ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। তার মধ্যে ৪২ জন সনাক্ত হয়েছে। আক্রান্ডেতর মধ্যে রাঙ্গামাটি সদরে ২৬ জন, কাপ্তাইয়ে ৯ জন, নানিয়ারচরে ৪ জন, বিলাইছড়ি ২ জন ও কাউখালীতে ১ জন আক্রান্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ২ জন।