খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ

খাগড়াছড়ি

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

শুভ প্রবারণা পূর্ণিমা-২০২১ খ্রি: উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৩৩টি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে এ চেক বিতরণ করা। এবারে খাগড়াছড়ি জেলা ও উপজেলার ৩৩ টি বৌদ্ধ বিহারে ৪ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা(কণি) সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা।

প্যাগোডা ভিত্তিক প্রাক- প্রাথমিক শিক্ষা প্রকল্প বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরা উপস্থাপনায় খাগড়াছড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, খাগড়াছড়ি সদর মহিলা আওয়ামী লীগে সভাপতি সুই চিং থুই মারমা, খাগড়াছড়ি পৌরসভায় ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর উক্রইঞো মারমা, সিবলী বৌদ্ধ বিহারে সভাপতি যুগতারা দেওয়ান, বৈজয়ন্তী বৌদ্ধ বিহারে সভাপতি নির্মল কুমার চাকমাসহ সুশীল সমাজের গণ্যমান্য বৃন্দ।