॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবনে থানচিতে নিষিদ্ধ মাদক পপি চাষ ও আফিম ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে চোরা কারবারীরা থানচি উপজেলা পর্যটক সেজে ডুকে পড়েছে। নিষিদ্ধ মাদক দ্রব্য চোরা কারবারীদের ধরা আইনে সোপর্দ করতে না পারলে উপজেলা আইন শঋংঙ্খলা অবনতি হতে পারে বলে জানালেন। থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় গতকাল সোমবার সকালে সাংবকদিকদের সংঙ্গে প্রেস ব্রিফিনকালে উপরোক্ত কথা বলেন তিনি।
রবিবার (৯ জানুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদে ভিক্তিতে থানচি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ এলাকায় বিজ্ঞানি মংসানু মারমা পাড়া থানচি থানা সহকারী পরিদর্শক (নিরস্ত্র) মহিউদ্দিন নেতৃত্বে কয়েকজন কংস্থবল নিয়ে রাতে অভিযান চালাইলে খিহইখুমী (৭৮) এক পাহাড়ী নারীর ঘরের থেকে ২০০ গ্রাম নিষিদ্ধ আফিম পলিথিন মুরানো অবস্থা হাতে নাতে আটক করেন। আটককৃত খিহই খুমী তার বসত ঘরে খাটের উত্তর পাশে বালিশের নিচে নীল পলিথিন কাগজে মোরানো কালো রংয়ের আঠালো যুক্ত ২০০ গ্রাম আফিম যার বাজার মুল্য অনুমান পনের হাজার টাকা বলে জানান।
তিনি বলিপাড়া ইউনিয়নের মৃত কাইলো খুমী এর স্ত্রীর বিজ্ঞানি মংসানু মানমা পাড়ায় কুঅং খুমী বাড়ির ভাড়াটিয়া হিসেবে থাকতেন। মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) ৬ (খ) ধারা মোতাবেক থানচি থানা মামলা নং-০১ তারিখ ১০/০১/২২। তাকে সোমবার (১০ জানুয়ারী) বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।