রাঙ্গামাটিতে ১৯৭৮ সালের ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা ও পুর্নঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

মিলি প্রাণের আনন্দ উচ্ছ্বাসে জাগ্রত হোক সম্প্রীতির মেলবন্ধন এই শ্লোগানে রাঙ্গামাটিতে ১৯৭৮ সালের ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা ও পুর্নঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০১ জানুয়ারী ২০২২ শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সম্মুখে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ১৯৭৮ সাল ব্যাচের ছাত্র ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। র‌্যালীটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন নৌ ঘাটে গিয়ে শেষ হয়।

১৯৭৮ সালের শিক্ষার্থীরা সকলে মিলে নৌ ঘাট থেকে নদী পথে বার্গি লেকের পর্যটন স্পটে আনন্দ ভ্রমনে মিলিত হয়।
বার্গি লেকে পর্যটন স্পটে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সিনিয়র সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিনিযর সরকারী কর্মকর্তারা এই আনন্দ ভ্রমনে অংশ গ্রহণ করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা ও ১৯৭৮ ব্যাচের শিক্ষার্থী অরুনেন্দু ত্রিপুরা জানান, ১৯৭৮ সালে এসএসসি পাশ করা সকল ছাত্র ছাত্রী আজ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। অনেকেই আজ দেশের বাইরে কর্মরত রয়েছে। আমাদের এই মিলন মেলায় তারাও আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। সারাদিনের এই পুনঃমিলনী অনুষ্ঠানে প্রতিষ্ঠিত সকল কর্মকর্তারা তাদের অভিমত ব্যক্ত করবেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে কাজ করার বিষয়ে ঐক্য মতে পৌছাবেন।