॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ এবং বিদায় ২০২১ সালকে বিদায় এবং ২০২২ সালকে স্বাগত জানিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় রাঙ্গামাটি শিশু পার্কে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সুবল বোস মনি। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনোজ কুমার রায়।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায় সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙ্গামাটিতে আগত পর্যটকদের কোন ধরনের বিনোদনের ব্যবস্থা নেই। তাই রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে গত শুক্রবারেও রাঙ্গামাটি শিশু পার্কে সাংস্কৃতিক সন্ধ্যার ব্যবস্থা করা হয়েছে। গতকাল ২০২১ কে বিদায় এবং ২০২২ কে স্বাগত জানিয়ে পর্যটকদের বিনোদন দিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের সহযোগিতা থাকলে আমরা আগামীতে এর ধারাবাহিকতা চালিয়ে যাবো।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক এবং রাঙ্গামাটির সাধারণ দর্শনার্থীদের মাতিয়ে তোলে রাঙ্গামাটির সম্প্রীতির এই সন্ধ্যা।