ইয়ং লুসাই পাংখোয়া এসোসিয়েশনের ২৫ বছর পুর্তি উপলক্ষে ফলক উম্মোচন

রাঙ্গামাটি
  1. পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ ও পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উন্নয়নে উদীয়মান তরুন সমাজকে এগিয়ে আসতে হবে— রেমলিয়ানা পাংখোয়া

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও প্রানী সম্পদ বিভাবের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের উন্নয়নে অনেক নতুন নতুন প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্প গুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ করা গেলে এই অঞ্চলের মানুষের অর্থনীতি আরো গতিশীলতা বাড়বে বলে তিনি উল্লেখ করেন। এই জন্য পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উদীয়মান তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। তরুনা যদি এগিয়ে আসে তাহলে পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশ দ্রুত সম্ভব হবে।

সাজেক ভ্যালীতে পার্বত্য চট্টগ্রামের লুসাই পাংখোয়া জনগোষ্ঠীর ইয়ং লুসাই পাংখোয়া এসোসিয়েশনের ২৫ বছর পুর্তি উপলক্ষে ফলক উম্মোচন কালে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও প্রানী সম্পদ বিভাবের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া এ কথা বলেন।
লুসাই পাংখোয়া ইয়ং এসোসিয়েশনের সভাপতি বোয়াত ছাই পাংখোয়ার সভাপতিত্বে ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রুইলুই মৌজা হেডম্যান লাল থেংগা লুসাই, কংলাক হেডম্যান মৌজা চং মিং থাং পাংখোয়া, কংলাক মৌজা কার্বারী লাল থোনা পাংখোয়া, রুইলুই মৌজা কার্বারী মোয়ানতে লুসাই স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমরিয়ানা পাংখোয়া ইয়ং লুসাই পাংখোয়া এসোসিয়েশনের উন্নয়নের জন্য তার ব্যক্তিগত পক্ষ থেকে ৩০ হাজার টাকা বিতরণ করা করেন।

উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রামের লুসাই পাংখোয়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও ক্ষুদ্র এই জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্যসহ বিভিন্ন উন্নয়নে ইয়ং লুসাই পাংখোয়া এসোসিয়েশন গঠন করা হয়। ১৯৯৬ সালে গঠন হওয়া এই সংগফন ২০২১ সালে এসে ২৫ বছর রজত জয়ন্তী অনুষ্ঠান পালন করছে।