পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন–হাজী মোঃ মুসা মাতব্বর
॥ কাপ্তাই প্রতিনিধি॥
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুসা মাতব্বর বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার পার্বত্যঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এই পার্বত্যঞ্চলে আওয়ামী লীগ সরকারের হাত ধরে শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু অস্ত্রধারী সন্ত্রাসী এই অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম করে এই অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তাই পার্বত্য এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ২৮ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিবেন।
তিনি সোমবার বিকেলে কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরীর নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চিৎমরম ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন শামসুল আলম। চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম এর সঞ্চালনায় এইসময়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, প্রচার সম্পাদক রফিকুল মাওলা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সহ সভাপতি থোয়াই চিং মং মারমা,সহ সভাপতি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, সহ সভাপতি কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সহ সভাপতি ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, উপজেলা ছাত্র লীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন।