বাঘাইছড়িতে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত

রাঙ্গামাটি

ধর্মীয় চেতনাকে জাগ্রত করে ভাতৃঘাতি সংঘাত পরিহার করে সকলকে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে—-দীপংকর তালুকদার এমপি

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

বাঘাইছড়ি উপজেলার তূলাবান নবরতœ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত অনুষ্টানের প্রথম পর্বে ভদন্ত শ্রদ্ধা লংকর মহাথেরো’র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

অনুষ্টানে অনুত্তর পূর্ণক্ষেত্র অমিয় ধর্ম দেশনা দেন, পার্বত্য ভিক্ষু সংঘের কাউখালী শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বোধিগিরি শিশু সদনের পরিচালক ভদন্ত জ্ঞান নন্দ মহাথেরো।

ধর্মীয় সভায় এসময় খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, ধর্মীয় শিক্ষা-দীক্ষা ও চেতনায় ভাতৃঘাতি সংঘাত পরিহার করে সকলকে দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় দেশের সব ধর্ম ও বর্ণের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে বলেছেন। তাই সকল ধর্ম ও বর্ণের মানুষ একযোগে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশ ও জাতির স্বার্থে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। এসময় তিনি দেশের সার্বিক উন্নয়নসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূঁয়শী প্রশংসা করেন।

এসময় বিশেষ অতিথিরা ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাত্তন সভাপতি বৃষকেতু চাকমা, সদস্য প্রিয়নন্দ চাকমা, উকিল তোষন চাকমা, জেলা আওয়ামীলীগ নেতা অভয় চাকমা ও পৌর মেয়র জাফর আলী খান। পরিশেষে প্রধান অতিথিকে বিহারের পক্ষ থেকে একটি সম্মাননা স্বারক প্রদান করা হয়।

অনুষ্টানের দ্বিতীয় পর্বে আলোচকরা সকলে ধর্মীয় সকল কর্মকান্ডের উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। দিনব্যাপী চলমান অনুষ্টানে বিশ্ব শান্তি কামনাসহ ধর্মীয় সংগীত পরিবেশন, ত্রিশরণ সহ পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, বুদ্ধপূজা, সীবলী পূজা। হাজার বাতি দান, কঠিন চীবর দান, কল্পতরু দান ও আকাশ বাতি দান সহ নানাবিধ দানীয় সামগ্রী উৎহর্গ করা হয়।