রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

রাঙ্গামাটি

পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করা না হলে গণতান্ত্রিক নির্বাচন কখনোই সম্ভব নয় –দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করা না হলে গণতান্ত্রিক নির্বাচন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি ও অবৈধ অস্ত্রধারীরা কখনোই জনগনের বন্ধু হতে পারে না। এ দুটি অপশক্তির বিরুদ্ধে দেশের সকল জনজনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্বে বর্ধিত সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, রাঙ্গামাটি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে অপারেশন উত্তোরণের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। সেনাবাহিনীর তৎপরতার কারণে অবৈধ অস্ত্রধারীরা কোনঠাসা হয়ে গভীর জঙ্গলে পালিয়েছে। তিনি সেনাবাহিনীকে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আরো বেশি তৎপরতা বাড়ানোর আহবান জানান। পাশাপাশি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জনমত গঠন করে সেনাবাহিনীকে সহযোগিতা করতে জনগনকে এগিয়ে আসার আহবান জানান।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ও দলীয় পতাকা উত্তোলন করেন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা ও সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।