জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশে বক্তারা

রাঙ্গামাটি

করোনা পরিস্থিতিতে দেশের সর্বস্তরের মানুষের পাশে আওয়ামীলীগ সরকারই ছিলো

॥ নিজস্ব প্রতিবেদক ॥

করোনা পরিস্থিতিতে দেশের সর্বস্তরের মানুষের পাশে আওয়ামীলীগ সরকারই ছিলো বলে মন্তব্য করেছেন বক্তারা। বক্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা ও শ্রমজীবি মানুষের পাশে থাকতে গিয়ে আওয়ামীলীগের অনেক নেতাকর্মীকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ দিতে হয়েছে। দীর্ঘ দেড় বছরে করোনাতে কাজ করতে গিয়ে অনেক নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার সব সময় শ্রমজীবি মানুষের পাশে আছে এবং থাকবে।

ক্ষুদা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণ শ্লোগানে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশে বক্তারা এ কথা বলেন।

জাতীয় শ্রমিকলীগ রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। প্রধান বক্তা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, পৌর মেয়র আকবর হোসন চৌধুরী, রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় শ্রমিকলীগ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম।