রাঙ্গামাটিতে প্রতিনিয়ত মোটর বাইক চুরি হিড়িক

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে প্রতিনিয়ত মোটর বাইক চুরির হিড়িক। ৪ অক্টোবর গভীর রাতে তবলছড়ি মাষ্টার কলোনীর রফিকুল ইসলামের মোটর বাইক চুরি হয়েছে। মোটর বাইক নং চট্টমেট্রো ল-১১-০৯৪২ থানায় অভিযোগ করা হয়। মাটর বাইকে রফিকুল ইসলাম মালিকের ছবির দৃশ্য।

আগের দিন রাতে ৩ অক্টোবর রোববার রাতে চম্পক নগর মোড়ে রুপক দাশের মোটর বাইক চুরি হয়। মোটর বাইক নং রাঙ্গামাটি ল-১১-০১৩৫। তিনিও কোতয়ালী থানায় অভিযোগ করেছে। কয়েকদিন আগে রাঙ্গামাটি পৌরশহরে শহরে ২নং ফরেষ্ট কলোনী সাকলান হাসান সোহানের ডিস কভার ১৩৫ সিসি গাড়ী নং রাঙ্গামাটি হ ১১-০০৪৭ ভেদভেদীসহ বিভিন্ন স্থানে আরো কয়েকটি মোটর বাইক চুরি হয়। রিকসাবিহীন শহরে মোটর বাইক চুরির হিডিক পড়েছে।

কোতয়ালী থানার এসআই রবিউল প্রতিবেদককে বলেন, মোটর বাইক চুরি ঘটনা বিষয়ে অভিযোগটি তদন্তধীন আছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছি। মোটর বাইকের অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন পর্যায়ে তদন্তের এই মুর্হুতে সব বিষয় বলা যাচ্ছে না।