সভাপতি নন্দিতা দাশ ও সাধারণ সম্পাদক অঞ্জন ধর, অর্থ সম্পাদক রনজিত ধর, সাংগঠনিক সম্পাদক সুমন দাস
\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটির ভেদভেদীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দিরের বিশেষ ভক্ত সম্মেলন সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। সভায় রাঙ্গামাটির সকল সনাতনীদের সর্বসম্মতি ক্রমে বিগত স্থগিতকৃত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সকল ভক্তবৃন্দের সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য নন্দিতা দাশকে সভাপতি, অঞ্জন ধরকে সাধারণ সম্পাদক, রনজিত ধরকে অর্থ সম্পাদক ও সুমন দাসকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটির শুভ সূচনা করা হয়। এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের আহবায়ক আশীষ কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত ভক্ত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটির সাধারণ সম্পাদক ও বাংরাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মজাহন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটির আহবায়ক নন্দিতা দাশ, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী, সিনিয়র সনাতনী ও সাবেক প্রধান শিক্ষক সত্য নন্দী, লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের অডিট কমিটির আহবায়ক দীপক গুপ্ত, সদস্য বিষ্ণুপদ দত্ত, ভেদভেদী সমাজ কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন জয়, আহবায়ক কমিটির সদস্য সচিব নিখিল কান্তি দে, সদস্য সুব্রত দে, সদস্য নন্দন দেবনাথ, সদস্য সান্টু চৌধুরী, সদস্য অজিত শীল, সদস্য পুলক চক্রবর্তী।

উপস্থিত ভক্ত সম্মেলনে বক্তব্য রাখেন , সাবেক কমিটির সভাপতি কুশল চৌধুরী, শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরের সহ-সভাপতি রাজু প্রসাদ দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য রূপন শীল, সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক রাজু শীল, কালিন্দীপুর নিবাসী উত্তম দেবনাথ সহ রাঙ্গামাটির লোকনাথ বাবার ভক্তরা তাদের মতামত তুলে ধরেন। সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন মঠ মন্দির, বিভিন্ন এলাকার সনাতনী ও লোকনাথ বাবার প্রায় ২ শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন।
সভায় অভ্যন্তরীণ বিষয়াদি, চলমান সমস্যা নিরসন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের আহবায়ক কমিটির বিগত ০৪ মাসের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের সংকট নিরসনে স্থগিত কৃত কমিটির অডিট রিপোর্ট পেশ ও বিবিধ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। আহবায়ক কমিটির নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলার লোকনাথ মন্দির নিয়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সভায় অবহিত করেন এবং লোকনাথ সেবক সংঘের সাথে আলোচনার বিষয়টিও সভায় উপস্থাপন করা হয়। এছাড়া আহবায়ক কমিটি আগামী দিনে মন্দির পরিচালনার জন্য ৭ টি প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় উপস্থিত সনাতনী নেতৃবৃন্দ লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রমের পুরাতন কমিটি বিলুপ্ত ও ০৪ মাসের জন্য গঠিত আহবায়ক কমিটি বিলপ্ত করে আলোচনার প্রেক্ষিতে আবার (০৩) বছরের জন্য নতুন আহবায়ক কমিটি দেওয়া হয়। এই নতুন কমিটির মধ্যে ০৪ জনের পদ-পদবী ঘোষণা করা হয়। এই ৪ সদস্যের কমিটি সর্বসম্মতি ক্রমে গঠনতন্ত্র মোতাবেক সদস্য পদ বাড়িয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

