রাঙ্গামাটিতে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি

সেনাবাহিনী আইন-শৃঙ্খলার পাশাপাশি সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে—–লেঃ কর্নেল মো: একরামুল রাহাত
\ নিজস্ব প্রতিবেদক \

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে রাঙ্গামাটি সেনাবাহিনী সদর জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের আসামবস্তি এলাকায় হিন্দু ধর্মীয় ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে স¤প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি।

এ সময় রাঙ্গামাটি জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি সকল স¤প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এসব সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় সকলের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক ও স¤প্রীতি আরো উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে ৫৫টি কম্বল বিতরন করা হয়। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।