কৃষকদের ঋন বিতরণে অনিয়মের অভিযোগে লংগদুতে দুদকের অভিযান

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

কৃষকদেন কৃষি ঋন ও প্রণোদনা বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির লংগদু উপজেলা কৃষি ব্যাংকর অভিযান চালিয়েছে দুদক।

রবিবার সকাল সাড়ে সাড়ে ১০ রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ এর নেতৃত্বে দুদকের ৫ জনের একটি টিম লংগদুু উপজেলা কৃষি ব্যাংকে দুদকের এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান, কৃষকদের মাঝে কৃষি ঋন বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা রবিবার সকাল থেকে লংগদু উপজেলা কৃষি ব্যাংকর অভিযান পরিচালনা করি। এ সময় ঋন বিতরণের অনিয়মের বিষয় নিয়ে কৃষকদের সাথে কথা বলি এবং এখানে কৃষি ঋন বিতরণ নিয়ে অনিয়মের কিছু সত্যতা আমরা পেয়েছি। তিনি বলেন, কৃষকদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি ব্যাংক থেকে নির্ধারিত শষ্য ঋন দেখিয়ে কৃষকদের বরাদ্দ প্রাপ্ত ঋনের চেয়ে কৃষকদের টাকা কম দেখানো হয়েছে। এ ছাড়া আরো কিছু অনিয়মও দেখা গেছে।

তিনি জানান, উপজেলা কৃষি ব্যাংকে ২০২১ থেকে ২৪-২৫ অর্থ বছর পর্যন্ত ৬০ কোটি ১৯ লক্ষ টাকা ঋন বিতরণে অনিয়মের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দ্রæত এই সকল অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

লংগদু উপজেলা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ইমাম উদ্দিন সুইট জানান, কৃষি ঋন বিতরণের বিষয়ে দুদকের পক্ষ থেকে একটি টিম আজ সকালে উপজেলা কৃষি ব্যাংকের ঋন বরাদ্দসহ বিভিন্ন বিষয় নিয়ে খোজখবর নিয়েছেন। আমরা সবকিছু উপস্থাপন করেছি।

এসময় দুদকের কর্মকর্তারা ঋন সংক্রান্ত নানান নথি তলব করেন।