\ বাঘাইছড়ি প্রতিনিধি \
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের মাসালং বাজারে দীর্ঘ দুই বছর পর আবারো সচল হলো বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পরিত্যক্ত এই পানি পয়েন্টটি সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত¡াবধানে মাসালং বাজারে উদ্বোধনের মাধ্যমে বিশুদ্ধ পানি সুবিধাটি পুনরায় জীবন্ত রূপ পায়। এসময় উপস্থিত ছিলেন, ৩৬নং সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা, মাসালং বাজার সেক্রেটারি অনন্ত ত্রিপুরা, কারবারি ফুলেশ চাকমা প্রমূখ।
এসময় চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারন মানুষের আস্থার প্রতীক, সাধারন মানুষের জীবন যাত্রার মান উন্নত করেছে এবং আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, তেমনি সমাজে শান্তি ও স্থিতিশীলতাও জোরদার হচ্ছে।
“শান্তি, স¤প্রীতি ও উন্নয়ন”-এই মূল লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এবং সাজেকগামী পর্যটকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জানা যায়, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ তাদের মধ্যে নতুন আস্থা তৈরি করেছে। পানির মতো মৌলিক সুবিধা সচল হওয়ায় স্থানীয় জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে। এতে করে বিশুদ্ধ পানির চাহিদা পুরণ হয়েছে।
মাসালং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা বলেন “সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে সুপেয় পানির মাধ্যমটি বন্ধ ছিলো আবারো নতুন করে সচল হওয়ায় দূর দুরান্ত হতে আগত জনসাধারণ, ব্যবসায়ী ও পর্যটকদের জন্যও অনেক বেশী উপকারে আসবে।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আবেগভরে জানান, “মাসালং বাজারে বিশুদ্ধ পানির অভাবে আমরা বহুদিন কষ্ট করেছি। আজ সেনাবাহিনীর প্রচেষ্টায় সেই সংকট দূর হলো। পানির জন্য আর আমাদের সমস্যায় পড়তে হবে না। আশাকরি দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা পানির জন্য সমস্যায় পড়তে হবে না।”
বেড়াতে পর্যটকরা বলেন, বাঘাইহাট জোন মাসালং বাজারে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দেওয়ায় পর্যটকরা যাত্রা বিরতির সময় এই পানি ব্যবহার করতে পারবে। পার্বত্য অঞ্চলের বাংলাদেশ সেনাবাহিনী মানবিক কাজ করে।
ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর জিল্লুর রহমান বলেন, মাসালং বাজার হয়ে ভুয়াছড়ি এলাকা পরিদর্শনকালে সুপেয় পানির অভাব পরিলক্ষিত হলে বাঘাইহাট জোনের উদ্যোগে নতুনভাবে সুপেয় পানি নিয়মিত পাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে। “পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাÐ চলমান থাকবে।”

