জসিম উদ্দিন আন্তঃ বিভাগ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ

খেলাধুলা রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

জসিম উদ্দিন আন্তঃ বিভাগ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ। ফাইনাল খেলায় তারা রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের টুরিজম বিভাগকে ৫-৩ গোলে পরাজিত করে।

১৭ নভেম্বর সোমবার রাঙ্গামাটি শাহবহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ডিএফএ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো সহ জসিম উদ্দিন ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলী সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র জসিম উদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই টুর্ণামেন্টে সোমবার বিকেল ৩.৩০ ঘটিকায় ফাইনাল খেলায় মুখোমুখি হয় ম্যানেজমেন্ট বিভাগ বনাম টুরিজম বিভাগ।খেলায় ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে ম্যানেজমেন্ট বিভাগ ৫-৩ ব্যবধানে জয়ী হয়।