রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কর্মরত সিনিয়র নার্সের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ডিউটি রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাথী বড়–য়া নামে এক সিনিয়র নার্সের মরদেহ উদ্ধার করা করেছে। সাথী বড়–য়ার বাড়ী রাঙ্গামাটি শহরের দেবাশীষ নগর এলাকায় তার পিতা মৃত মাখন বড়–য়া, মাতা সোনালী বড়–য়া।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডিউটি রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে অন্য নার্সরা তাকে ডাকাডাকি শুরু করলে কোন সাড়া না পাওয়ায় জানলা দিয়ে দেখতে পায় তিনি ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। পরে কর্তৃপক্ষকে খবর দিলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রুমে ঝুলন্ত অবস্থায় সাথী বড়–য়ার লাশ উদ্ধার করে।
রাঙ্গামাটি হাসপাতালের প্রত্যক্ষদর্শী নার্সরা জানান, সাথী বড়–য়া রাঙ্গামাটি শহরের দেবাশীষ নগরের বাসিন্দা। গত দুই তিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছেন। গতকাল রাতে তার নাইট ডিউটি থাকলে তিনি শারীরিক অসুস্থতার জন্য অপারগতা জানান এবং ৬ দিন সিএল ছুটি যাবে বলে, সিনিয়র নার্সকে জানান। পরবর্তীতে তাকে ডিউটি থেকে অব্যাহতি দিয়ে সিএল ছুটির জন্য অনুমতি স্বাপেক্ষে মাসের শেষ তিনদিন নাইট ডিউটি করার জন্য বলা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) ভোররাত হইতে অসুস্থতার কারণে তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়। কিন্তু হাসপাতালে বেডে থাকা অবস্থায় অন্যান্য নার্সগণ তার সাথে দেখা করতে যাওয়ার কারণে তিনি বিরক্ত হয়। পরবর্তীতে তিনি জরুরি বিভাগের সামনে রুম নং-১৬, নার্সেস চেঞ্জিং রুম রেস্ট করতে আসেন।

হাসপাতালের অন্য সিনিয়র নার্স সাধণা চাকমা ডিউটি থাকাকালীন ওয়াশরুম যাওয়ার প্রয়োজনীয়তা বাড়লে তিনি চেঞ্জিং রুমে তাদের নির্ধারিত বাথরুমে আনুমানিক সাড়ে ১১টায় ঢোকার চেষ্ঠা করলে দেখতে পান রুমে দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পড়ে রুমের লর্ক খুলে গেলে সাধণা চাকমা দেখতে পান রুমের বাতি বন্ধ। বন্ধের কারণ দেখতে গেলে তিনি দেখেন জানালার সাথে গলায় উড়না পেছিয়ে সাথী বড়ুয়া ঝুলে আছেন। সাথী বড়–য়ার জন্ম ১৯৯১ সালের ১৫ নভেম্বর মাসে। তিনি ট্রেনিং শেষ করে ২০১৬ সালে ১৫ ডিসেম্বর চাকুরীতে যোগদান করেন।

এ সময়ে রাঙ্গামাটি কোতয়ালী থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহেদ জানান, সাথী বড়–য়া দীর্ঘ দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ অবস্থায় আছে। প্রাথমিকভাবে এটি সুইসাইড বলে ধারণা করা হচ্ছে। লাশ পোস্ট মটেমের জন্য মর্গে রাখা হয়েছে।
রাঙ্গামাটি সদর হপাসাতালের তত্ত¡াবধায়ক ও রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা বলেন, সীমা বড়–য়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে তার ডিউটি ছিল সে কিন্তু সে ছুটি নিয়েছে। পরে রাতে অসুস্থ বোধ করলে তাকে রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সে বেড ছেড়ে ডিউটি রুমে এসে থাকে। সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি হাসপাতালে গিয়ে তার লাশ দেখি। তার পরিবার পোষ্ট মটেম না করার জন্য অনুরোধ জানালেও আমরা পোষ্ট মটেমের ব্যবস্থা নিয়েছি।