রাঙ্গামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

বিপ্লবী যুব সংহতি রাঙ্গামাটি জেলা কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। যুব প্রাণ জাগিয়ে তুলুন ইনসাফ ও মুক্তির পথে এগিয়ে চলুন এই শ্লোগানে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় রেস্টুরেন্ট কসমস হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা কমিটির সাধারন সম্পাদক জুই চাকমা।

বিপ্লবী যুব সংহতি রাঙ্গামাটি জেলা কমিটির আহবায়ক পলাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন, বাংলাদশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন। কাউন্সিল অধিবেশনর প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক বাবর চৌধুরী।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, বাংলাদশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি জেলা কমিটির সাবেক সভাপতি মো: আবুল হাসেম, বাংলাদশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি সদর উপজেলা ও বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান সভাপতি অমর চাকমা প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সকলের সর্বসম্মতিক্রমে জেলা যুব সংহতি সমিতির সভাপতি হিসেবে

পলাশ চাকমা এবং সাধারন সম্পাদক হিসেবে জয়মনি বড়ুয়াকে নির্বাচিত করা হয়। সভায় বিপ্লবী যুব সংহতির জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।