নানিয়ারচরে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটি

\ নানিয়ারচর প্রতিনিধি \

রাঙ্গামাটি ২৯৯নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন, বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান।

এসময় তিনি গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জনসংযোগে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের সঞ্চালনায় গণসংযোগে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ কবির হোসেন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহŸায়ক আল আমিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীপেন দেওয়ান জনগণের দোরগোড়ায় বিএনপির উন্নয়নের বার্তা পৌঁছে দেন এবং আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করে জানান, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা মিশন বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। জনগণ এবার পরিবর্তন চায়। তিনি বলেন দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহŸান জানান।