\ নিজস্ব প্রতিবেদক \
বৌদ্ধ ভিক্ষু সংঘকে কঠিন চীবর উৎসর্গের মধ্যে দিয়ে রাঙ্গামাটি ঝুলিক্যা পাহাড় স্বধর্ম বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। অষ্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি দান, সংঘদান, হাজারবাতি দান, কল্পতরু দান সহ নানা বিধি দানের মধ্যে দিয়ে দানোৎসব পালন করে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।

অনুষ্ঠানে প্রধান স্বধর্ম দেশক হিসাবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বেতবুনিয়া গজালিয়া সার্বজনীন জ্যোতিবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ রতনপ্রিয় মহাস্থবির। এ সময় কাটাছড়ি শাখা বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাদর্শী ভিক্ষু, আসামবস্তী ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঞঞা বংশ মহাথের ধর্মীয় দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বধর্ম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ছোটন বড়–য়া।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা শহরের বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক উপাসিকা অংশ গ্রহণ করেন।

