। রাঙ্গামাটি প্রতিনিধি।
বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলায় আজ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই প্রতিপাদ্যে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে এবং উপজেলা পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা মো: ইমদাদ রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, গাইনি বিশেষজ্ঞ ডা: বেবী ত্রিপুরা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙ্গামাটি চেম্বার্স অব কমার্সের পরিচালক মো: মনছুর আলী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো: নুর উজ জমান, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক নুরুল আবছার, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
সভায় বাংলাদেশ পরিসংখ্যান বিষয়সহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন বিষয় নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

