\ নিজস্ব প্রতিবেদক \
স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সেভেন ক্লাবকে দলকে ২-১ গোলে হারিয়ে স্পোর্টস লাভার দল চ্যাম্পিয়ান হয়েছে।
যুব সংঘের মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি দীপেন দেওয়ান।

এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার সাবেক সফল মেয়র ও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব আলী আকবর সুমন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি দীপেন দেওয়ান বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে যেমন মাদক সহ যে কোন অপকর্ম থেকে দুরে রাখা যায়। তেমনি খেলাধুলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা সম্ভব। তাই প্রতিটি এলাকায় বেশী বেশী খেলাধুলা আয়োজন করতে ক্রীড়া সংগঠন গুলোকে আহবান জানান।
টুর্নামেন্টে ১৪ টি দল অংশ গ্রহণ করেন।

