\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটি সদর উপজেলাধীন ভেদভেদি এলাকায় সংঘরাম বিহারে ৩৯ তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর শুক্রবার বিকেল ২.৩০ ঘটিকায় সংঘারাম বিহার প্রাঙ্গনে বিহারের সংঘদান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ মুর্ত্তি দান, হাজার বাতি দান, কঠিন চীবর দান, হাজার বাতি দান সহ বিভিন্ন দানের মধ্যে দিয়ে দানোৎসব শেষ হয়েছে।
সংঘারাম বিহার প্রাঙ্গনে বিহারের আবাসিক অধ্যক্ষ ও সিএইচটি সুপ্রিম সংঘ কাউন্সিল এর সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব দীপেন দেওয়ান মহোদয় এবং সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান।
এসময় অরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সিঃসহ সভাপতি বিনয় কুমার চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিবিএস ডিপার্টমেন্ট কমিটির সিঃসহ সভাপতি সাদন বিকাশ চাকমা, জেলা ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

