\ নিজস্ব প্রতিবেদক \
অপারেশন ডেভিলহান্টে ২৪ ঘন্টার ব্যবধানে রাঙ্গামাটিতে সনাতন যুব পরিষদের সভাপতি, যুবলীগ ও শ্রমিকলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দু’জন হলো যুবলীগ নেতা অজিত শীল, মানস মজুমদার, ও শ্রমিকলীগের নেতা সোহেল ওরফে কানা সোহেল। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙ্গামাটিতে ‘অপারেশন ডেভিল হান্টে’ সনাতন যুব পরিষদের জেলা সভাপতি ও যুবলীগ কর্মী অজিত শীলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) তাদের পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরমধ্যে বেলা ১১টার দিকে তবলছড়ি বাজার থেকে অজিত শীল ও বিকেলে আসামবস্তি এলাকা থেকে মানস মজুমদারকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার অজিত শীল (৪২) হিন্দু ধর্মীয় সংগঠন সনাতন যুব পরিষদের রাঙামাটি জেলা সভাপতি ও যুবলীগ কর্মী। গ্রেপ্তার আরেক ব্যক্তি মানস মজুমদার যুবলীগ কর্মী বলে জানা গেছে।
এরআগে শহরের মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে রাঙামাটি সদর উপজেলা শাখার নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা হামিদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাঙ্গামাটি শহরে চোরাগোপ্তা হামলাসহ নানান ধরনের অপতৎপরতার মাধ্যমে জনমনে অশান্তি সৃষ্টির পাশাপাশি আতঙ্ক ছড়ানোর অভিযোগে রাঙ্গামাটি পৌরসভাধীন ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ভূমিদস্যু মোঃ সোহেল ওরফে কানা সোহেল ও ৪নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক অজিত শীল ও আসামবস্তী থেকে মানস মজুমদারকে আটক করা হয়েছে।
রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বেলা ১১টার দিকে অপারেশন ডেভিল হান্টে অজিত শীলকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। বিকালে মানস মজুমদার নামে আরেক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

