\ নিজস্ব প্রতিবেদক \
সারা দেশের ন্যায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ কার্যক্রম রাঙ্গামাটি সদর উপজেলায় চলমান রয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা।
রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মংক্য চিং সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আব্দুল আলী একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়. টিকাক্যাম্পেইনের আওতায় রাঙ্গামাটি সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ১৬৪টি স্কুলে ১৪৪টি টিকাদান কেন্দ্র এবং পৌর এলাকায় ৭২টি স্কুলে ৪০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী টিকা গ্রহিতাদের টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা বলেন, বিশে^র মধ্যে টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ। ডাক্তার পরামর্শে টিকাদানের মাধ্যমে এ রোগ থেকে শিশুরা দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকতে পারে। তাই সকল শিক্ষার্থী ও অভিভাবককে এই ক্যাম্পেইনে অংশ নিতে হবে এবং অন্যদেরও উৎসাহিত করতে হবে। আমরা চাই একটি শিশু এই ক্যাম্পেইনের আওতা থেকে বাদ পরবে না।
রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মংক্য চিং সাগর বলেন, এ টিকাদান কর্মসূচির মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে বয়সী শিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। সরকারের ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে রাঙ্গামাটির সব শিশুকে টিকাদানের লক্ষ্যে ইউনিয়ন ও পৌর পর্যায়ে মাঠপর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মীরা কাজ করছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

