\ নিজস্ব প্রতিবেদক \
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ প্রতিপাদ্যে রাঙ্গামাটি পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
সোমবার (১৩ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ভুমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এসময় উপস্থিত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, রাঙ্গামাটি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন, জেলা রোভার স্কাউটস সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
মহড়ায় ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয় মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব।

