ধারকৃত টাকা ফেরত দিতে গিয়ে ঘুষ হিসাবে চালিয়ে দেয়ার প্রতিবাদ

রাঙ্গামাটি

ধারকৃত টাকা ফেরত দিতে গিয়ে অনলাইন নিউজ পোর্টালে ভুল তথ্য প্রদান করে ঘুষ প্রদানের তথ্য প্রচার করায় তীব্র নিন্দা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের পিটিশন রাইটার মোঃ তৌহিদুর রহমান খান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের পিটিশন রাইটার মোঃ তৌহিদুর রহমান খানের দেয়া এক সংবাদ বিজ্ঞত্তিতে তিনি বলেন, আমি মোঃ তৌহিদুর রহমান খাঁন জেলা প্রশাসক কার্যালয়ের একজন পিটিশন রাইটার হিসেবে দীর্ঘদিন ধরে রাঙ্গামাটিতে সুনামের সাথে কাজ করে আসছি।

অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে, রাঙ্গামাটি জেলার স্বনামধন্য অনলাইন পত্রিকা সিএইচটি টাইমস ২৪ ডট কম/সিএইচটি টু’ডে.কম যা অনলাইন মানুষের কথা বলে। গত ৯ অক্টোবর তারিখে অনলাইন পোর্টালে আমি রাঙ্গামাটি সদর উপজেলা ভুমি অফিসে সার্ভেয়ার জেনন চাকমাকে ঘুষ প্রদান করছি মর্মে ভুল তথ্যের ভিডিও চিত্র প্রকাশ করে আমার ও সার্ভেয়ারের সম্মান ক্ষুন্ন করেছে।

আমি মনে করছি আমার অথবা সার্ভেয়ারের সাথে হয়তো এমন কোন ব্যক্তি মনোমালিন্য হয়েছে যে, তিনি ঈর্ষান্বিত হয়ে আমাদের ভিডিও চিত্র ধারণ করে প্রিয় সাংবাদিককে প্রচারের জন্য প্রদান করেছে।

প্রিয় সাংবাদিকরা মুলত গত ৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকালে আমি বনরূপা বাজারে বাজার করতে গেলে আমার কিছু টাকার প্রয়োজন হয়। রাঙ্গামাটি সদর উপজেলা ভুমি অফিসে সার্ভেয়ার জেনন চাকমা তখন বাজারে দেখতে পেয়ে তার কাছ থেকে কিছু টাকা চাইলে তিনি আমাকে ১,২০০ (বারশত) টাকা ধার প্রদান করেন। আমার ধারকৃত টাকা গত ৮ অক্টোবর তারিখ বিকাল সাড়ে ৪ টার দিকে ভুমি অফিসে গিয়ে উক্ত সার্ভেয়ারকে টাকা ফেরত প্রদান করার সময় কে বা কারা এই চিত্রটি তুলে প্রিয় সাংবাদিক বন্ধুকে সরবরাহ করে।

এই ভিডিও চিত্র প্রকাশ পাওয়ার পর আমি সমাজের কাছে হেয় প্রতিপন্ন ও ছোট হয়ে গেছি। তাই সমাজ থেকে দায় মুক্তি পাওয়ার জন্য আপনাদের বরাবরে এই আবেদন করছি যে, মহোদয় আপনার পত্রিকা ও অনলাইনে আমার আবেদন খানা প্রচার করলে চির কৃতজ্ঞ থাকবো
ইতি, মোঃ তৌহিদুর রহমান খাঁন। (তথ্য বিজ্ঞপ্তি)