রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

রাঙ্গামাটি

মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে এই টাইফয়েড টিকা মাইলফলক হবে—–মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ
\ নিজস্ব প্রতিবেদক \

মানুষের উৎপাদন সক্ষমতা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে এই টাইফয়েড টিকা মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। তিনি বলেন, টায়ফয়েড টিকা বিশ^ স্বাস্থ্য সংস্থা দ্বারা সুপারিশকৃত এবং নিরাপদ ও কার্যকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ইপিআই-এর ব্যবস্থাপনায় বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। তাই টায়ফয়েড জ¦র থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলা তথ্য অফিসার রাহুল বণিক, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক এম কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।

সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা। ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক অংশ নেন।