\ নিজস্ব প্রতিবেদক \
মানবসেবার ব্রত নিয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের ইন্টার্ন ডাক্তারগনের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ইন্টার্নশিপে যোগদান অনুষ্ঠান গতকাল রাঙ্গামাটি হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি, (সংযুক্ত)-রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: কাইয়ুম তালুকদার।
এ সময় রাঙ্গামাটি জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান, সিনিয়র কনসালটেন্ট (অর্থো) ডা: আশিষ কুমার তঞ্চঙ্গ্যা, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: শাহবাজ, ইন্টার্ন চিকিৎসক কো-অর্ডিনেটর মেডিকেল অফিসার ডা: হিরো চন্দ, ইন্টার্ন চিকিৎসক বৃন্দ।
আলোচকগন নব যোগদান কৃত ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন ‘ ইন্টার্নশিপ হলো একজন সদ্য স্নাতক হওয়া চিকিৎসকের জন্য হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে তারা কেবল তাত্তি¦ক জ্ঞানই ব্যবহার করে না, বরং রোগীদের সরাসরি সেবা দেওয়ার মাধ্যমে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে পারে। ইন্টার্নশিপের মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা লাভ করেন, যা তাদের ভবিষ্যতের জন্য দক্ষ করে তোলে।
অথিতিগন জেলার আপামর জনসাধারণের চিকিৎসা সেবায় সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। আরও বলেন, সবাই আমাদের যার যার অবস্থান থেকে সকল সীমাবদ্ধতার মাঝেও সেবা গ্রহীতাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাবো।