\ নিজস্ব প্রতিবেদক \
“সাইবার জগত এখন অপরাধীদের বড় ক্ষেত্র বলে জানিয়েছেন রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি বলেন, তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং সাইবার অপরাধের শিকার হলে দ্রæত পুলিশের সহায়তা নিতে হবে। আমরা জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।”
২১ সেপ্টেম্বর রবিবার রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রচেষ্টায় উদ্ধার হওয়া হারানো ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার এ কথা বলেন।
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাদিরা নূর। এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্ধৃতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাঙ্গামাটির বিভিন্ন স্থানে হারানো মোবাইল ফোনগুলো জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়। এ পর্যন্ত সেলটি মোট ৫০৫টি মোবাইল উদ্ধার করেছে, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকারও বেশি।
হারানো ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
