\ নিজস্ব প্রতিবেদক \
নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির জমজমাট নির্বাচনে সভাপতি পদে মো: হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো: মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর নির্বাচিত হয়েছেন। ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় রাঙ্গামাটি সমাজ সেবার উপ পরিচালক মো: ওমর ফারুক ফলাফল ঘোষণা করেন। রাতে ফলাফল ঘোষণার পর আনন্দ মিছিল বের করা হয়।
সকাল থেকে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। বিকাল ৪ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী ভোট কেন্দ্র উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৈয়দা মমতাজ টুকু নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রশাসকের দায়িত্ব পালন করেন সমাজ সেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মোঃ রেজউল রহমান। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাঙ্গামাটি সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ।
নির্বাচিত প্রার্থীরা হলেন সভাপতি পদে হেলাল উদ্দিন (আনারস) পেয়েছে ৩৪৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধি মো” শামিম খাঁন (ছাতা) পেয়েছেন ১২৮ ভোট। সহ-সভাপতি পদে ২ জন নির্বাচিত হয়েছেন মোঃ শফিক (হাতি) পেয়েছেন ২০৯ ভোট, আব্দুল শুক্কুর পেয়েছেন ১৮৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধি (কবুতর) ১২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মো: সিরাজুল মোস্তফা পেয়েছেন ২৫৬ ভোট, তার নিটকতম প্রতিদ্বন্ধি সালাউদ্দীন (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ২০৮ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ২ জন নির্বাচিত হয়েছেন মো: মাসুদ পারভেজ (কলম) পেয়েছেন ১৪৫ ভোট, মৃদুল কান্তি ধর (চাবি) পেয়েছেন ১২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: জয়নাল আবেদীন (টেবিল ফ্যান) পেয়েছেন ১১১ ভোট। কোষাধ্যক্ষ পদে মো: জালাল আহমদ (দোয়াত কলম) পেয়েছেন ২২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো: দিদার (মোমবাতি) পেয়েছেন ১১২ ভোট।
সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে মোঃ আলমগীর (মোবাইল) পেয়েছেন ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি তারেকুল ইসলাম (টেলিভিশন) পেয়েছেন ১০৫ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ আবু তৈয়ব (আম) পেয়েছেন ২৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আব্দুর রশিদ (কাঠাল) পেয়েছেন ১৬০ ভোট।
সদস্য পদে মোঃ আব্দুল শুক্কুর ৩২৯ ভোট, মোহাম্মদ ফারুক ৩২৬ ভোট, মোঃ আমান উল্লাহ ৩০১ ভোট, আরজু রহমান ২৭৪ ভোট, মোঃ আমিরুল ইসলাম ২১১ ভোট ও মোঃ সোহরাব আলী ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোট কেন্দ্রের বাইরে ভোটকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।