বাংলাদেশ বেতারের মহাপরিচালকের বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন

রাঙ্গামাটি

দেশের জনগনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে বাংলাদেশ বেতারকে কাজ করতে হবে
—-এ এস এম জাহীদ

\ নিজস্ব প্রতিবেদক \

বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। তিনি বলেন, এই সরকারের একটি কঠিন চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। আগামী ফেব্রæয়ারী মাসে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও বিশ^াস যোগ্য করতে এবং দেশের জনগনকে নির্বাচনমুখী করার লক্ষ্যে বাংলাদেশ বেতারের প্রতিটি উইংস্কে কাজ করতে হবে।

শনিবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্র পরিদর্শন করতে এসে মহাপরিচালক রাঙ্গামাটি কেন্দ্রের শিল্পী কলাকৌশলী ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় তিনি এসব কথা বলেন।

সভায় বাংলাদেশ বেতারের পরিচালক (প্রশাসন ও অর্থ) রুবাইয়াত শামীম চৌধুরী, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম ও মহাপরিচালকের স্টাফ অফিসার মোঃ মাহমুদুন নবীসহ বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ ও বার্তা বিভাগের সহকারী বার্তা নিয়ন্ত্রক মাহবুব উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বান্দরবান বেতার কেন্দ্র পরিদর্শন শেষে রাঙ্গামাটি এসে পৌছালে মহাপরিচালককে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ ও বার্তা বিভাগের সহকারী বার্তা নিয়ন্ত্রক মাহবুব উদ্দিন।