নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের পদ ভিত্তিক প্রার্থীদের প্রতীক বরাদ্দ

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের পদ ভিত্তিক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৭ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে।

গতকাল নিউ রাঙ্গামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রশাসক ও সমাজ সেবা অফিসার মো” রেজাউর রহমান প্রার্থীদের মাঝে প্রতীক প্রদান করেন।
গতকাল প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দে সভাপতি ১ টি পদের জন্য প্রার্থী হয়েছে ২। এরা হলেন মো: শামিম খান (ছাতা), হেলাল উদ্দিন (আনারস), সহ-সভাপতি ২ টি পদের জন্য প্রার্থী হয়েছে ৫ জন। এরা হলেন, মুশফিকুর রহমান (কবুতর), আব্দুল শুক্কুর (বই), মো: সফিক (হাতি), মো: জসিম উদ্দিন (মই), মো: আব্দুল আজিজ (ফুটবল)।

সাধারণ সম্পাদক ১ টি পদের জন্য প্রার্থী হয়েছে ২ জন। এরা হলেন, মো: সিরাজুল মোস্তফা (চেয়ার), সালাউদ্দীন (দেওয়াল ঘড়ি)। যুগ্ম সম্পাদক ২ টি পদের জন্য প্রার্থী হয়েছে ৭ জন। এরা হলেন, মো” আরিফ উদ্দিন (চশমা), মো: আজম খান (সাইকেল), মোরশেদ আলম (তালা), মৃদুল কান্তি ধর (চাবি), মো: মাসুদ পারভেজ (কলম), মো: জয়নাল আবেদীন (টেবিল ফ্যান), মো: হারুন আল রশিদ (কুলা)।

কোষাধ্যক্ষ ১ টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছে ৩ জন। এরা হলেন, মুহাম্মদ আব্দুর রহিম (টেবিল), মো: জালাল আহমদ (দোয়াত কলম), মো: দিদার (মোমবাতি)। সাংগঠনিক ও প্রচার সম্পাদক ১ টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন ৩ জন। এরা হলেন, মো: খোরশেদ আলম (রেডিও), আলমগীর (মোবাইল), তারেকুল ইসলাম (টেলিভিশন)। দপ্তর সম্পাদক ১ টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন ২ জন। এরা হলেন, মো: আবু তৈয়ব (আম), মো: আব্দুর রশিদ (কাঁঠাল)।

সদস্য ৬ টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন ৮ জন। এরা হলেন, মোহাম্মদ আবুল হোসেন (কেটলি), মো: আমিরুল ইসলাম জিকু (ঘুঁড়ি), আরজু রহমান (ঘোড়া), মো: আব্দুল শুক্কুর (কদম ফুল), মোহাম্মদ ফারুক (প্রজাপতি), মো: নুরুল ইসলাম (কড়াই), মো: সোরহাব আলী (তালপাতার পাখা), মো: আমান উল্লাহ (বালতি)।
আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের প্রচারণা সময় যাতে কোন ভাবে আইন শৃঙ্খলা বিঘœ না ঘটে তার জন্য সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করেছেন প্রশাসক।