রাঙ্গামাটির শ্রী শ্রী গীতাশ্রম পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শণে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটির পুজা মন্ডপের প্রস্তুতি ও পুজার সার্বিক কার্যক্রম দেখতে পুজা মন্ডপ পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।


৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে শারদীয় দুর্গোৎসব কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমীন, শ্রী শ্রী গীতাশ্রম মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, কোষাধ্যক্ষ উজ্জ্বল দত্ত, উৎসব কমিটির সভাপতি রানা দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় জেলা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ উৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের পুজা সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বলেন সরকার এবারের শারদীয় দুর্গোৎসব যাতে শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হবে। তিনি পুজা কমিটির নেতৃবৃন্দকে নির্ভিগ্নে পুজা আয়োজন করার আহবান জানান।