ড্রেজিং এর মাধ্যমে কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনা হবে—-মোহাম্মদ এনামুল হক
\ নিজস্ব প্রতিবেদক \
ড্রেজিং এর মাধ্যমে কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, বিশাল এই কাপ্তাই হ্রদের পানির স্তর ও উপজেলা গুলোতে নৌযান চলাচল স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে সকলকে কাজ করার আহবান জানিয়েছেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার কর্ণফুলী এবং সংযুক্ত নদীসমূহের টেকসই পানি ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের অংশীজনদের সাথে মতবিনিময় কালে তিনি এই কথা বলেন।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের উপ সচিব এস এম সফিকূল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের তত্তÍাবধায়ক প্রকৌশলী খ ম জুলফিকার তারেক, পানি উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, খাড়ছড়ির নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ।
সভায় কাপ্তাই হ্রদের সার্বিক চিত্র তুলে ধরে রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, কর্ণফুলী বিভিন্ন পযেন্টে খনন কাজ ও কাপ্তাই হ্রদের ১০ টি খালের খনন কাজ করার মাধ্যমে কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
#