\ নিজস্ব প্রতিবেদক \
পার্বত্য চট্টগ্রামের নারী নিরাপত্তা ও সকল ধর্ষকের বিচারের দাবি এবং খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া এলাকায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাঙ্গামাটিতে হিল উইমেন্স ফেডারেশন এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আজ সকালে বিক্ষোভ মিছিলটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সাম্মুখে ঘুরে এসে আবার জিমনেসিয়াম এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ক্যাসাইনু মারমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অন্তর চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক যুব নেতা সুমিত্র চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে নারীরা আজও নিরাপদ নয়। পাহাড়ে যথাযথ বিচারহীনতার জন্য ধর্ষণের সংস্কৃতি চালু হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠির উপর এমন নিন্দানীয় সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদের ভাষা জানা নাই। সা¤প্রদিয়কতা ও ধর্ষকদের বিচার না হওয়ায় এসব ঘটনা বারবার ঘটে। প্রশাসন থেকেও অনেক সময় ধর্ষকদের সমর্থন করে। দ্রæত গণধর্ষনে জড়িত সকলকর গ্রেপ্তার করে যথাযথ শাস্তির দাবির পাশাপাশি পাহাড়ে সকল ধর্ষনের বিচার করে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানানো হয়।